বুধবার, ১৪ মে ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
বরিশালের হিজলায় তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ দায়ের করা মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (০১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।
তিনি মামলার বরাত দিয়ে জানান, গত ৩০ মে দিবাগত রাতে হিজলা গৌরাব্দি ইউনিয়নের কাকুরিয়া গ্রামে এ গণধর্ষনের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই গৃহবধু তার দুই সন্তানকে নিয়ে ঘরের ভেতরে অবস্থান করছিলো। আট জনের একটি দল ওই গৃহবধুর ঘরের দরজার সামনে এসে অবস্থান নেয় এবং শব্দ করে। দরজা খোলা হলেও তাদের মধ্যে ৪ জনে ওই গৃহবধুকে গণধর্ষন করে এবং বাকীর এতে সহায়তা করে।
ওসি বলেন, এ ঘটনায় গৃহবধুর পরিবারের পক্ষ থেকে নামধারী আসামী করে একটি মামলা দায়ের করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশায় সবাই জেলে, তাদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।