রবিবার, ২৭ Jul ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হওয়া ১৬ বছরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ইমন (১৬) মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর-খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
বুধবার (২০ ) রাত পৌনে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত সুপার মোঃ নাঈমুল হক।
তিনি জানান, ইমন বিকেলে নদীতে গোসল করতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে পরে ডুবে যায়। রাত ১০ টার দিকে তার মেদেহ নদীতে ভেসে উঠে।
এছাড়া জেলার অন্যান্য থানা এলাকায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় আম্পান এর তাণ্ডবে কোনো হতাহত বা খয় ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। আর সব গুলো থানাই বিদ্যুত বিচ্ছিন্ন। মুলাদী, হিজলা, কাজিরহাট ও মেহেন্দিগঞ্জ থানার অন্তর্গত নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে নিশ্চিত করেন তিনি।