সোমবার, ১২ মে ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
বরিশালের গৌরনদীতে প্রাইভেট কারের ধাক্কায় আনোয়ার মাঝি নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের টরকী বন্দর সংলগ্ন কশবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক আনোয়ার হোসেন উপজেলার কটকস্থল গ্রামের মৃত: স্কান্দার মাঝির ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ভ্যান চালক আনোয়ার হোসেন নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এসময় দ্রুত গতিতে চালিয়ে আসা ঢাকামুখি একটি প্রাইভেট কার ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক আনোয়ার মাঝি রাস্তায় সিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক প্রাইভেট কারটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। তাছাড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।