শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
বরিশালে হতদরিদ্র মানুষের মাঝে ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সারে তিনটায় নগরীর সিএন্ডবি রোডে সদর উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই ত্রান বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
করোনার সংক্রমন রোধে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে বেশী মানুষ জড় না করে প্রাথমিক ভাবে ১১ জনকে এই ত্রান বিতরণ করা হয়। প্রতি পরিবার ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও একটি সাবান পেয়েছেন। বরিশাল সদর উপজেলায় ১৩০ পরিবারের মধ্যে এই খাদ্য বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এই ত্রান সহায়তা দেয়া হবে।
জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পরে সে কারণে সরকারের নির্দেশনা অনুসারে যারা ঘরে রয়েছেন তাদের মধ্যে যারা হতদরিদ্র সেসমস্ত মানুষদের জন্য এই সহায়তা দিয়েছে সরকার। সবাইকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঘরে অবস্থানের পরামর্শ দেন তিনি।