শনিবার, ১০ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরন করা হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় করোনাভাইরাস প্রতিরোধে,বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের (আগরপুর) বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক প্রদান এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ, স্থানীয় পার্টি নেতা অধ্যাপক আব্দুল হাকিম,আবু বকর সিদ্দিক, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি শামিল শাহরোখ তমাল,ছাত্রনেতা মোঃ সায়েম প্রমুখ।
পরবর্তীতে, বাবুগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে পার্টির পক্ষে বিনামূল্যে মাস্ক এবং সচেতনতা মূলক লিফলেট বিতরন অব্যাহত থাকবে বলে জানায় নেতৃবৃন্দ।