শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া সাধুকাঠি গ্রামের এক ব্যাক্তিকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা। আহতের নাম স্বপন (৪৫) সে ওই এলাকার আবদুল লতিফ সরদারের ছেলে এবং স্থানীয় ৪০ দিনের কর্মসূচীর সুপারভাইজারের দাত্বিতে রয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জানাগেছে, স্বপন নুরু মেম্বারের বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার জাবেদ আলী’র ছেলে মোসলেম, মৃত : মানিক হাওলাদারের ছেলে রাসেদুল ইসলাম. আঃ সত্তার হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার সহ বেশ কয়েকজন মিলে স্বপনের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্বপনের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়।
আহতের পরিবার জানায়, মোসলেমের স্ত্রী বকুল বেগম ওই এলাকায় ৪০ দিনের কর্মসূচীর এ্যাকাউন্ট করে। কিন্তু তার টাকা পান্না মেম্বার না দেওয়ায় স্বপনের উপর
চাপ প্রয়োগ করে। স্বপন টাকা কোথা থেকে দেবে জানালে মোসলেম ও তার সন্ত্রাসী বাহীনি স্বপনকে কুপিয়ে জখম করে।
আহত স্বপনের স্বজনরা আরো জানান, হামলাকারীর মধ্যে রাসেদুল প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে মামলা না করার জন্য হুমক প্রদান করছে। ওদের বিরুদ্ধে কিছু করতে গেলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবে বলে হুশিয়ারী প্রদান করে।
এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় স্বপনের পরিবার। একই সাথে তারা ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।