শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পাউন্টে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের শুভ সুচনা করা হয়েছে। পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য আলজাজ্ব অধক্ষ্য মো.মুহিববুর রহমান মুহিব এমপি’র নেতৃত্বে রাত ১২টা ১ মিনিটে মুজিববর্ষের ক্ষণগণনা সমাপ্তিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত “ক্ষণগণনা মঞ্চে”এ কেক কেটে হয়। এসময় আকাশে উড়ানো হয় বর্নিল আতোস বাজি।উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলানির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল,আতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী,উপজলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। এছাড়াও এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্তিত ছিলেন।