শনিবার, ১০ মে ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুর থেকে নার্গিস বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার(১লা মার্চ) সকালে মেহেন্দিগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড কালিকাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত নার্সিগ বেগম পৌরসভার কালিকাপুর গ্রামের আলমগীর সরদারের মেয়ে।
জানা গেছে, রবিবার সকালে নার্গিস বেগমকে বসতঘরে দেখতে না পেয়ে শশুরবাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেণ। এক পর্যায় বাড়ির সামনে পুকুরের ঘাটে নার্গিস বেগমকে পরে থাকতে দেখেন শাশুড়ি মোর্শেদা বেগম। পরে তার ডাক-চিৎকারে ঘরের লোকজন এসে নার্গিস বেগমকে পুকুর থেকে উঠিয়ে আনেন। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহতের পরিবারের দাবী নার্গিস বেগমের স্বামী রিয়াজ হাওলাদার উপজেলার পুরাতন ডাক-বাংলো বাজারে ঔষধের ব্যাবসা করেন। সেই সুবাদে সেখানে একটি মেয়ের সাথে তার অবৈধ পরকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এবং বিয়ের পর থেকেই স্বামী রিয়াজসহ তার পরিবারের লোকজন নার্গিসের উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছে। পরকিয়া প্রেমে বাঁধা দেওয়ায় নার্গিস বেগমকে স্বামী রিয়াজ হত্যা করেছে।
স্থানীয়রা জানান, স্বামীর সাথে নার্গিস বেগমের সম্পর্ক তেমন একটা ভাল যাচ্ছিলো না। তাই নার্গিসের মৃত্যুর ঘটনায় এলাকায় নানা বিতর্কের জন্ম দিয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না দূর্ঘটনা।