শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয় বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
ভাষা শহীদদের স্মরনে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা

ভাষা শহীদদের স্মরনে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা

Sharing is caring!

ভাষা শহীদদের স্মরনে বরিশালে ব্যতিক্রমধর্মী আয়োজনের অংশ হিসেবে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার যৌথভাবে নগরের রসুলপুরে এই প্রতিযোগিতার আয়োজন করে।

বিগত ৭ বছরের ধারাবাহিকতায় এবারও একুশের এই দিনে নগরের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কীর্তনখোলা নদী তীরের রসুলপুর চরে ব্যতিক্রমধর্মী শহীদ মিনার নির্মাণের এ প্রতিযোগীতার আয়োজন করে আসছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, আর গত তিন বছর ধরে এ কাজে যুক্ত হয়েছে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার।

আয়োজকরা জানান, চরের সুবিধাবঞ্চিত কয়েকশ শিশু কলাগাছ, কাঠের গুড়ি, ইট, মাটিসহ অন্যান্য সামগ্রী দিয়ে স্থানীয়ভাবে প্রায় অর্ধশত শহীদ মিনার নির্মাণ করেছে।  পরে তারা শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

স্থানীয়রা জানান, শহুরে এই চরে বিয়েসহ বেশ কিছু অনুষ্ঠান রয়েছে যা খুব যাকজমকপূর্ণভাবে গ্রামীন রীতিনীতিতে পালন করা হয়। তবে শহীদ মিনার তৈরির এ প্রতিযোগীতা যেমন চরের বাসিন্দাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ায়। তাই শিশুদের জন্য আয়োজনটি হলেও অভিভাবকরা সবাই এ কাজে সহায়তা করেন এবং চরের সকল শিশুরাই গত কয়েকবছর ধরে এ আয়োজনে অংশ নিচ্ছে।

প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিকেলে এক পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।  যেখানে সেরা ১০ শহীদ মিনার নির্মানকারীকে পুরষ্কার দেয়া হবে।

প্রতিযোগীতার অন্যতম পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী জানান,  নগরের প্রাণ কেন্দ্রে একুশের চেতনা নিয়ে নানান আয়োজন থাকে কিন্তু সুবিধাবঞ্চিত শিশুরা এই চেতনার ছোঁয়া কতোটা পাচ্ছে।  তাই আমরা চেষ্টা করছি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে একুশের চেতনা সৃস্টি  করতে এবং তাদের একুশ সম্পর্কে জানাতে।

সেই চেষ্টার অংশ হিসেবেই রসুলপুরে এই প্রতিযোগীতার আয়োজন। আমরা বিশ্বাস করি এরমধ্য দিয়ে এই চরের শিশুদের দেশের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম সৃস্টি হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD