শনিবার, ১০ মে ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
জাপান সরকারের অর্থায়নে দক্ষিন ও পশ্চিম অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা বাজারে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত টলঘরের উন্নয়ন কাজ পরিদর্শন করেন জাপানের তিন সদস্যের প্রতিনিদি দল।
এদলের নেতৃত্ব দেন জাপানের টমিও মশিদা।
শনিবার বিকেলে উপজেলার বাগধা বাজারে জাপান সরকারের অর্থায়নে নির্মিত টলঘর পরিদর্শন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাজার কমিটির সম্পাদক রফিকুল আমিনসহ বিভিন্ন ইউপি সদস্যরা।
এসময় প্রতিনিধি দলের কাছে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাজারের দুই পাড়ের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের দাবী করেন। এসময় দলের প্রধান বাজারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করবেন বলে আশ্বাস দেন।