রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:
সোনালি ব্যাংক লিমিটেডের বরিশালের বিভিন্ন শাখায় কর্মকর্তাদের পূর্ববাংলা সর্বহারা পার্টির নামে চাঁদা দাবী ও হুমকি দেওয়া অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার থেকে আজ সোমবার (০৩ ডিসেম্বর) সকাল পযর্ন্ত বরিশাল জেলা ১০টি উপজেলার ৭টি শাখা ব্যবস্থাপকদের হুমকি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনালি ব্যাংক বরিশাল অঞ্চলের উপ-মাহাব্যবস্থাপক নাছির উদ্দিন তালুকদার । এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতেও সাধারন ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উপ-মাহাব্যবস্থাপক নাছির উদ্দিন তালুকদার আরো জানান, বরিশাল জেলার অগৈলঝারা উপজেলা সদর শাখা, গৌরনদী উপজেলার নলচিরা শাখা, বাকেগঞ্জ উপজেলার নেয়ামতি শাখা ও চরামুদ্দিন শাখা, বাবুগঞ্জ উপজেলার খানপুরা শাখা এবং বরিশালের সিএন্ডবি রোড এবং চকবার শাখার ব্যবস্থাপকদের মুঠোফেনে পূর্ববাংলা সর্বহারা পার্টির নাম করে বিভিন্ন পরিমানে টাকা চাঁদা বাদী করেন। চাঁদা পরিশোধ করা না হলে প্রাণনাশসহ বিভিন্ন ভাবে হুমকি ধামকিও দেওয়া হয়। তিনি আরো জানান, বেশীর ভাগ শাখা ব্যবস্থাপকদের কাছে বাংলালিংকের দুটো নম্বর থেকে ফোন করা হয়েছে। এ ঘটনার ব্যাংকের বরিশাল জেলার শাখা ব্যবস্থাপকদের মধ্যে আতংক বিরাজ করছে। তবে বরিশাল কোতয়ালি মডেল থানার (ওসি) নুরুল ইসলাম জানান, এ ধনের কোন সংবাদ এখন পযর্ন্ত পাননি তারা। তবে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অপরদিকে আগৈলঝারা থানার (ওসি) মো. আফজাল হোসেন জানান, হুমকি-ধামকির ঘটনায় সোনালি ব্যাংক অগৈলঝারা শাখা ব্যাবস্থাপক আজ দুপুরে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। একইভাবে আগৈলঝাড়া উপজেলার নলচিরা শাখা ব্যবস্থাপকের কাছে মুঠোফেনে পূর্ববাংলা সর্বহারা পার্টির নাম দিয়ে চাঁদা দাবী ও হুমকি ধামকির করার কথা উল্লেখ করে একটি সাধারন ডায়েরি করেছেন বলে জানিয়েছেন গৌরনদী থানার (ওসি) মো. গোলাম সরোয়ার। অপরদিকে বাকেরগঞ্জ নেয়ামতি ও চরামুদ্দিন এবং বাবুগঞ্জের খানপুরা সোনালি ব্যাংকের পক্ষ থেকে পৃথক তিনটি সাধারন ডায়েরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্য সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিদের্শনা দেওয়া হয়েছে।