শনিবার, ১০ মে ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
আগৈলঝাড়ায় এসএসসি দুই স্কুল শিক্ষার্থীর বিষপানে আত্নহত্যার ব্যার্থ চেষ্টা। মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের আবুল কাশেম ফকিরের ছেলে ও বিএইচপি একাডেমীর এসএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম পরিবারের কাছে একটি স্মার্টফোন মোবাইল ফোন দাবি করেন।
পরিবার থেকে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে সোমবার রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে রবিউল।
অন্যদিকে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের শাহিন তালুকদারের মেয়ে ও পয়সা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী হাফিজা আক্তার ভাবীর সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।
মুমুর্ষ অবস্থায় দু’জনকে সোমবার রাতেই উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।