রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: রবিদাস সম্প্রদায়’র নাম বাংলাদেশ গেজেটে অন্তভূক্ত করার দাবি জানিয়ে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিদাস মঞ্চ বরিশাল এর আয়োজনে এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় তারা আসন্ন একাদশ জাতীয সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল যে সমস্ত ইশতেহার দিবেন সেই ইশতেহারে তাদের দাবিটি অন্তভূক্ত করারও দাবি জানান। সংবাদ সম্মেলনে রবিদাস মঞ্চ বরিশাল এর মুখাপত্র তপন চন্দ্র রবিদাস বলেন, পাকিস্তান শাসন আলম থেকে রবি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্টি’র অধিনে ছিলো। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তারা বাংলাদেশ সরকারের কোন স্বিকৃতি পায়নি। এই জনগোষ্টি যুগের পর যুগ বঞ্চিতহয়ে আসছে। তারা সমাজে অবহেলিত হয়ে জীবন যাপন করছে। তিনি আরো বলেন, রবিদাস সম্প্রদায়ের নাম বাংলাদেশ সংবিধানে অন্তভূক্ত করতে হবে। সর্বশেষ ২০১৩ সালে “দলিত হরিজন ও বেদে জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচী ২০১৩” প্রকল্পের তাদের নাম অন্তভূক্ত করা হয়নি। ফলে তারা প্রকল্প থেকে ছিটকে পরেন। ফলে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন। তবে রবিদাস সম্প্রদায়ের নাম না থাকায় তারা তাদের অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। সম্প্রদায় কখনোই সমাজকল্যান মন্ত্রনালয়ের গেজেটভুক্ত ছিলোনা বলে জানিয়েছে বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক আল মামুন তালুকদার। তিনি বলেনছেন, তাদের দাবী সম্পূর্ন অযৌতিক। তারা কখনোই সমাজকল্যান মন্ত্রনালয়ের গেজেট ভুক্ত ছিলো না। সংবাদ সম্মেলনের তিনি আশংকা প্রকাশ করে বলেন, সংবিধানে যেহেতু তাদের নাম নেই তাই মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মতো যেকোন সময় তাদেরকে দেশ থেকে বিতারিত করা হতে পারে। সম্প্রতি সময়ে বরিদাস সম্প্রদায় দেশের উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে দাবি করে তিনি বলেন, আমরা দেশের অন্য আর পাচটা জাতির মতো বেঁচে থাকতে চাই। আমরা তাদের অধিকার চাই। তাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আমরা যাতে নিজস্ব (রবিদাস) সম্প্রদায় গোষ্ঠি হিসেবে স্বিকৃতি পাই তার জোর দাবি জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেণ , রবি কৃষ্ণ দাস, বসন্ত রবি দাস, লালা রবি দাস প্রমুখ। সংবাদ সম্মেলনে তাদের দেয়া তথ্য মতে বাংলাদেশে প্রায় ১২ লক্ষ রবিদাস সম্প্রদায়ের বসবাস। এর মধ্যে বরিশাল বিভাগে রয়েছে ৩০ হাজার ও বরিশাল সিটি কপোরেশন এলাকায় প্রায় তিন হাজার।