শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: সারা দেশের সাথে একযোগে বরিশালের জেলা ও দায়রা জজ আদালত ও তার অধীনস্থ আদালত সমুহ এক মাসের জন্য বন্ধ হচ্ছে। আগামী ১ ডিসেম্বর হতে বন্ধ হওয়া ওইসব দেওয়ানী ও ফৌজদারি আদালতের উদ্ভুত জরুরী কার্যক্রম পরিচালনার জন্য একমাসের অবকাশকালীন আদালত খোলা হয়েছে। বরিশাল আদালতের কার্যক্রম পরিচালনায় জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুরুল আলম সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। বরিশাল আদালতের অবকাশ কালীন কার্যক্রম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমূহ বন্ধের আওতায় নেই বলে জানান আদালত সংশ্লিষ্টরা।