বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
বরিশাল নগরের সদর রোডের দি মেডিক্যাস ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ফার্মেসির ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের সদর রোডের এ ফার্মেসিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
মো. সাইফুল ইসলাম জানান, র্যাবের সহায়তায় এ অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসি থেকে ওষুধ প্রশাসনের অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেন তারা। সরকারি অনুমোদনবিহীন অবৈধ ওষুধ দোকানে রাখা এবং বিক্রির দায়ে ফার্মেসির ম্যানেজার সাইদুর রহমানকে ১৯৪০ সালের দি ড্রাগ অ্যাক্টের ২৭ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে ড্রাগ সুপার এসএম এম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন।