বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: যশোরের ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, যশোর-১: শেখ আফিল উদ্দিন (আওয়ামী লীগ), মফিকুল ইসলাম তৃপ্তি (বিএনপি), আবুল হাসান জহির (বিএনপি), আজিজুর রহমান (স্বতন্ত্র), সাজেদুর রহমান ডাবলু (জাকের পার্টি), বখতিয়ার রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)।
যশোর-২: মেজর জেনারেল (অব.) মো. নাসির উদ্দীন (আওয়ামী লীগ), আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন (বিএনপি), সাবিরা নাজমুল মুন্নি (বিএনপি), অ্যাডভোকেট ইসহাক (বিএনপি), অ্যাডভোকেট এবিএম আহসানুল হক (সতন্ত্র), মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি (ইসলামী ঐক্যজোট), অ্যাডভোকেট এনামুল হক (ন্যাপ), অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির (স্বতন্ত্র), মুহাদ্দিস আবু সাঈদ (স্বতন্ত্র), ফিরোজ শাহ (জাতীয় পার্টি), হাজি মহিউদ্দিন (জাকের পার্টি), মহিদুল ইসলাম (জাকের পার্টি), বি এম সেলিম রেজা (বাংলাদেশ জাতীয় পার্টি (ডা. এম এ মুকিত), মো. আলাউদ্দিন (বাসদ, মই), মেজর (অব.) আসাদুজ্জামান (গণফোরাম)।
যশোর-৩: কাজী নাবিল আহমেদ (আওয়ামী লীগ), অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি), অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু (বিএনপি), বিপ্লব আজাদ (জেএসডি), জাহাঙ্গীর হোসেন (জাপা), প্রশান্ত বিশ্বাস (বিএনএফ), অ্যাডভোকেট রবিউল আলম (জাসদ, ইনু), শাহীন চাকলাদার (আওয়ামী লীগ), মারুফ হাসান কাজল (বিকল্পধারা) সহ ১১ জন।
যশোর-৪: রণজিত কুমার রায় (আওয়ামী লীগ), ইঞ্জিনিয়ার টি এস আইয়ূব (বিএনপি), ফারাজী মতিয়ার রহমান (বিএনপি), তানিয়া রহমান (বিএনপি), অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জাপা), ইকবাল কবির জাহিদ (ওয়ার্কাস পার্টি), আব্দুস সালাম (জেএসডি, রব), লে. কর্নেল (অব.) সাব্বির আহমেদ (জাপা), নাজিম উদ্দীন আল আজাদ (বিএলডিপি), সুকৃতি মন্ডল (ঐক্যফ্রন্ট) সহ ১৩ জন।
যশোর-৫: স্বপন ভট্টাচার্য (আওয়ামী লীগ), অ্যাডভোকেট শহীদ ইকবাল (বিএনপি), মুফতি ওয়াক্কাস (জমিয়তে ওলামায়ে ইসলাম), নিজাম উদ্দিন অমিত (জাগপা), কামরুল হাসান বারী (সতন্ত্র), গাজী এনামুল হক (সতন্ত্র) সহ ১০ জন।
যশোর-৬: ইসমাত আরা সাদেক (আওয়ামী লীগ), শাহীন চাকলাদার (আওয়ামী লীগ), অমেলেন্দু দাস অপু (বিএনপি), আবুল হোসেন আজাদ (বিএনপি), আব্দুস সামাদ বিশ্বাস (বিএনপি), অধ্যাপক মোক্তার আলী (সতন্ত্র), মাওলানা ইউসুফ আলী বিশ্বাস (ইসলামী আন্দোলন), শেখ শাহিদুজ্জামান (জাকের পার্টি), নুরুল ইসলাম খোকন (সতন্ত্র), প্রশান্ত বিশ্বাস (বিএনএফ), অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু (জাপা)।