শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪:বরিশালের মেহেন্দিগঞ্জে থ্রি-হুইলার (মালবাহি টমটম) চাপায় আমিনুর বেগম (৬০) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে পাতারহাট বন্দরের হাসপাতাল রোডের ওষুধ ব্যাবসায়ী মোঃ রফিক। বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলায় উলানিয়া সড়কে পাটনিঘাটা ষ্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত রফিক জানান, মা আমিনুর বেগমকে নিয়ে মোটরসাইকেল যোগে পাতারহাটের দিকে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি থ্রি-হুইলার (মালবাহি টমটম) তাদের সজোরে ধাক্কা দেয়। এতে রফিক সিটকে পাশের ডোবায় পড়ে যায় এবং রফিকের মা আমিনুর বেগম থ্রি-হুইলারের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। আমিনুর বেগম মেহেন্দিগঞ্জের চানপুরা এলাকার বাসিন্দা আব্দুল বাড়ি মাতুব্বরের স্ত্রী।