মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মো. সেলিম (৩১) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদর হাসপাতালের পশ্চিম পাশে সিও অফিসের পাশে রেল লাইন সংলগ্ন মাহি কুলিং কর্ণার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনী সদর হাসপাতালের পশ্চিম পার্শ্বে সিও অফিস, রেল লাইন সংলগ্ন মাহি কুলিং কর্ণার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
র্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে ধর্মপুর ইউনিয়নের আব্দুল হাই’র ছেলে মো. সেলিমকে আটক করে। তাকে তল্লাশি করে ৯ বোতল ভারতীয় হুইস্কি মদ, ২৫ বোতল ফেন্সিডিল, ১শ ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার পাঁচশত টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।