মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
টিকাটুলি এলাকার রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে রিপোর্ট জমা দেবেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই মার্কেটের দ্বিতীয় তলায় একটি ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার আগে দোতলার ওই দোকানে ওয়েল্ডিং-এর কাজ চলছিল। সেটার কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তিন সদস্যের কমিটি রিপোর্ট জমা দিলে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: **দেড় মাস আগে রাজধানী মার্কেটে অগ্নি-নির্বাপন মহড়া হয়।