বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
গুজবে কান দিয়ে প্রয়োজনের অতিরিক্ত লবণ কেনায় পটুয়াখালীতে দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় জেলা পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
মাহবুবর রহমান জানান, দাম বেড়ে যাওয়ার গুজবে প্রয়োজনের অতিরিক্ত লবণ কেনায় শহরের ৯ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকার সুলতান মিরা এবং আউলিপুর এলাকার জাকারিয়া শিকদারকে দুইশ’ টাকা করে জরিমানা করা হয়। গুজব প্রতিরোধে এ অভিযান চলবে বলেও জানান তিনি।