বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে স্বদেশি সহকর্মীর ছুরিকাঘাতে সাং লিউ জুন (৩৫) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এতে অভিযুক্ত সং জিয়াংকে (৩০) আটক করেছে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে নুডলস খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সং জিয়াংয়ের ছুরিকাঘাতে সাং লিউ জুন খুন হন।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।