বুধবার, ২১ মে ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
গলাচিপার ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে।। ভোগান্তিতে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষ কলাপাড়ায় দিন দুপুরে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি বরিশালে গনতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন বাউফলে সাংবাদিককে ইউএনও’র জেল দেয়ার হুমকি সাম্যের খুনীদের ফাঁসির দাবীতে বিএম কলেজ ছাত্রদলের মশাল মিছিল কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত বাউফলের ঢাকাগামী লঞ্চে যাত্রী সেজে মদ পাচারকালে এক যুবক গ্রেফতার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান বিএনপির দলীয় পরিচয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে হুমকি থানায় জিডি লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সবুজ আকনের নেতৃত্বে সাম্যের খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল বাউফলে এক প্রতারক পুলিশের হাতে আটক তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা
পিরোজপুরে ৬ দিন ধরে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক

পিরোজপুরে ৬ দিন ধরে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক

Sharing is caring!

পিরোজপুর: প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবের ছয়দিন অতিবাহিত হলেও এখনো পিরোজপুরের সাত উপজেলায় প্রায় লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎহীন। এ সাত উপজেলায় প্রায় ৩ লাখ ৭৬ হাজার লক্ষাধিক গ্রাহক ও ৯ হাজার ৬০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন রয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) জেলা পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

স্থানীয়রা জানান, রোববার (১০ নভেম্বর) ঘূর্ণিঝড়ে জেলাজুড়ে বিদ্যুতের লাইনসহ ফসল, ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ওই দিন ঝড় শুরুর কিছুক্ষণ পর জেলা সদরের পৌর এলাকার দু’একটি এলাকা ছাড়া প্রায় সব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে সাত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশেষ স্থানগুলোয় এরইমধ্যে সংযোগ দেওয়া হয়েছে। তবে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা এখনও বিদ্যুৎ সংযোগ পাননি। ফলে তাদের অন্ধকারে থাকতে হচ্ছে।

জেলা পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মফিজুর রহমান বাংলানিউজকে জানান, রোববার (১০ নভেম্বর) রাতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে জেলায় প্রায় ৫ শতাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে করে জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবং পর দিন সোমবার (১১ নভেম্বর) বিকেল থেকেই ১২শ’ শ্রমিক বিদ্যুত সংযোগ পুন:স্থাপনের কাজ চলছে। তিনি দাবি করেন, জেলার প্রায় ২ হাজার ১শ’ কিলোমিটার লাইন মেরামতের কাজ বাকি আছে। আর এতে সর্বোচ্চ ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ বঞ্চিত আছেন। আশা করি, দু’এক দিনের মধ্যে সব গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবেন।

নাজিরপুর উপজেলার বিদ্যুৎ অফিস সূত্র জানা যায়, নাজিরপুর উপজেলায় মোট প্রায় ৩২ হাজার গ্রাহক রয়েছেন। বুলবুলের তাণ্ডবে এখানে প্রায় ৮০টি খুঁটি ভেঙে গেছে। এরই মধ্যে প্রায় ৩০টি খুঁটি পুনঃস্থাপন করে ১০ হাজার গ্রাহকে পুনঃসংযোগ দেওয়া হয়েছে।

জেলার মঠবাড়িয়া উপজেলার দায়িত্বে থাকা (ডিজিএম) মো. জুলফিকার রহমান জানান, মঠবাড়িয়ায় ৬৭ হাজার গ্রাহক রয়েছেন। উপজেলায় মোট ৩৫টি বিদ্যুতের খুঁটি ভেঙে ও ৫শ’ শতাধিক তার ছিঁড়ে গেছে। বিদ্যুতের লাইন পুনঃসংযোগের জন্য গত রোববার বিকেল থেকে প্রায় শতাধিক শ্রমিক কাজ করছেন। তিনি দাবি করেন, শুক্রবার প্রায় ৫০ হাজার গ্রাহকে পুনঃবিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD