বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি : ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবীতে এবং ৭০’র প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরনে পটুয়াখালীতে মানববন্ধন করেছে পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম, পটুয়াখালী ইয়ুথ ফোরামসহ বিভিন্ন সামাজিক ও বেসরকারী উন্নয়ন সংস্থা।
বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি কাজী সামসুর রহমান ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও পটুয়াখালী খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক একেএম শহিদুল ইসলাম, শিক্ষাবীদ ও নাট্যজন অধ্যাপক এম নুরুল ইসলাম, পটুয়াখালী চেম্বার অব কর্মাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি গাজী হাফিজুর রহমান শবীর এছাড়াও মানববন্ধনে টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সদস্যবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন সুন্দরম, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, পটুয়াখালী আবৃত্তি মঞ্চসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহন করেন।
অপরদিকে বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পটুয়াখালী ইয়ুথ ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে ফোরাম সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের মূল প্রবন্ধ উপস্থাপনের বিষয়ে আলোচনা করেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি খন্দকার ফরহাদ জামান, শুকতারার পরিচালক মাহফুজ ইসলাম, শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি প্রমুখ।