রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে এবছর মোট ১৪ জন ডেঙ্গু রোগী মারা যায়। বুধবার (০৬ নভেম্বর) সকাল ৯টায় এই হাসপাতালে মৃত বরণকারী রোগীর নাম মনিজা (৪৫)। স্বামীর নাম মোঃ কামাল। তার বাড়ী পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী গ্রামে। গত ২ নভেম্বর দুপুর ২টা ৫৫ মিনিটে বরিশাল মেডিকেলে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। এদিকে শেবাচিমে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের চেয়ে কমেগেছে। গত ২৪ ঘন্টায় মাত্র ৪ জন ভর্তি হয়েছে। এসময় সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৭ জন।আর বর্তমানে চিকিৎসাধীন আছে ১৪ জন। শেবাচিমে গত ১৬ জুলাই থেকে এপর্যন্ত মোট ভর্তি হয়েছে ২ হাজার ৯’শ ২১ জন। সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে ২ হাজার ৯’শ ৭ জন।