শনিবার, ০৫ Jul ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
পটুয়াখালী(কলাপাড়া)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার কেজি জাটকা জব্দ করেছে পুলিশ। রবিবার সকাল এগারটার দিকে মহিপুর মৎস্য বন্দরের রোজিন ফিস নামের একটি আড়তের সামনে থেকে এ জাটকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মহিপুরের রোজিন ফিসের সামনে থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোচ কুমার সাহা ও মহিপুর থানার ভারপ্রাপ্ত(ওসি) সোহেল আহমেদ ঘনটাস্থলে পৌছে এসব জাটকা বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করে। তবে কে এই জাটকার মালিককে তা খুজে বের করতে পারেনি পুলিশ।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস জানান, রোজিং ফিসের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাছ জব্দ করা হয়। পরে এতিখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করে দেয়া হয়।