সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
বরিশালে র্যাবের অভিযানে স্বামী-স্ত্রীকে ৪ কেজি গাঁজাসহ করা হয়েছে।
আটককৃতরা হলো, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার মোঃ সিরাজ গাজী(৪০) ও তার স্ত্রী শিউলি বেগম(৩৫) ।
র্যাব-৮ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ সিরাজ গাজী ও তার স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যে ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।