বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন হতে বৃহস্পতিবার সকাল ৯ টায় সময় প্রতিবাদি মিছিল উদ্যেগ নেয়, কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় পটুয়াখালীতে জেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন ইউনিটের উদ্যোগে।
জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, মোঃ মেহেদী হাসান শামীমে এর নেতৃত্বে পটুয়াখালী সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে সরকারী কলেজ চত্বরে এসে মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল,সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ, সদর উপজেলা, একেএম কলেজ ও পলিটেকনিক্যাল ও পৌর শাখা ছাত্র দলের সিনিয়র নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়ে প্রতিবাদ সভা সম্পূর্ন করে।
এ বিষয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করায়, তাদের কাছে জানতে চাইলে প্রতিবাদি ছাএ সমাজ জানান।
আমরা এর প্রকৃত বিচার চাই,এই হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর সাস্তি দানের ব্যাবস্থা গ্রহন করা হোক।
স্থানীয় সূএে আরো জানাযায় সদরে বিভিন্ন পয়েন্ট থেকে চরমোনাই এর উদ্যেগে মিছিল বের করে, শহরের নিউ মার্কেট হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে প্রতিবাদ সভা সর্ম্পূন করেন।