বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা কলাপাড়ায় মসজিদ-মন্দির উন্নয়ন বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ
ইলিশ শূন্য বাজার,কর্মহীন বরিশালের প্রধান মৎস্য আড়ৎ

ইলিশ শূন্য বাজার,কর্মহীন বরিশালের প্রধান মৎস্য আড়ৎ

Sharing is caring!

উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন (৯-৩০ অক্টোবর) গোটা দেশব্যাপী ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনাবেচা ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (৮ অক্টোবর) দিনগত রাত ১২টার পর থেকে জেলেরা নদী ও সাগরে ইলিশ মাছ শিকার বন্ধ রেখেছেন। যার প্রভাব স্থানীয় বাজারে বুধবার (৯ অক্টোবর) সকাল থেকেই লক্ষ্য করা যায়।

বরিশাল নগরের পোর্টরোডের একমাত্র বেসরকারি বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্রে যেমন ইলিশের দেখা মেলেনি, তেমন খুচরা বাজারগুলোতেও দেখা গেছে একই অবস্থা।

এদিকে ইলিশের অভাবে পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র অনেকটাই মাছশূন্য হয়ে পড়েছে, কিছু পোয়া, চিংড়ি ও ঘের বা চাষের মাছ ছাড়া তেমন কোনো মাছ এ বাজারে দেখা যায়নি। ফলে সকাল থেকেই অবতরণকেন্দ্র নির্ভর পাঁচ শতাধিক শ্রমিক অলস সময় পার করতে শুরু করেছেন।

অবতরণ কেন্দ্রটি ঘুরে দেখা যায়, কর্মব্যস্ত বাজারটি অনেকটাই নীরব সময় পার করছে। নেই স্বাভাবিক দিনের মতো ক্রেতা-বিক্রেতাদের ভিড়, শ্রমিকদের কর্মব্যস্ততা। বরফকলগুলোও রয়েছে বন্ধ। শুধু কিছু পরিচ্ছন্নতাকর্মী অবতরণ কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। আর কিছু শ্রমিক গুছিয়ে রাখছেন সাজি-ককসিটের প্যাকেট।

তবে বেশিরভাগ শ্রমিক ও ব্যবসায়ীদের গদিতে বসে টেলিভিশন দেখতে দেখা গেছে। অনেককে আবার জড়ো হয়ে চায়ের দোকানকেন্দ্রিক আড্ডা দিতেও দেখা যায়। কিছু খুচরা ব্যবসায়ী অবতরণকেন্দ্রের মুখে পোয়া, চিংড়ি মাছ নিয়ে বিক্রির জন্য বসেন, কিন্তু সেখানেও নেই তেমন একটা ক্রেতাদের উপস্থিতি।

শ্রমিকরা বলছেন, অবতরণকেন্দ্রের বেশিরভাগ শ্রমিকই বিকল্প কোনো কাজ জানেন না, বা আশপাশে সব জায়গায় শ্রমিক নির্দিষ্ট থাকায় সেসব জায়গায় তাদের কাজ করার সুযোগও মিলছে না।

ধার-দেনায় জীবন পার করা এসব শ্রমিকদের দাবি জেলেদের মতো যেন সরকার তাদের কিছু একটা সহয়তা দেয় নিষেধাজ্ঞার এই সময়গুলোতে। যাতে মানবেতর জীবন-যাপন করতে না হয়।

অপরদিকে মৎস্য ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার এ সময়টাতে দেশি খাল-বিল ও চাষের কিছু মাছ বেচা-বিক্রি চলে অবতরণকেন্দ্রে।

তবে নিষেধাজ্ঞার পর যদি কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়া যায়, তাহলে অনেককেই আর্থিক লোকসানের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিগত সময়ে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার পর বাজারে প্রচুর ইলিশের দেখা মিলেছে। যার ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে আশা প্রকাশ করে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, নিষেধাজ্ঞার সময় মাছ শিকার বন্ধে আগাম যা যা করণীয় আমরা তার সবকিছুই করেছি। সকাল থেকে গোটা বরিশালজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, সকালে নগরের পোর্টরোডে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার কাছে মজুদ থাকা ৪৬ কেজি ইলিশও জব্দ করা হয়েছে। এর বাইরে কোথাও তেমন কোনো ঘটনা ঘটেন। নদীগুলোও জেলেশূন্য রয়েছে।

তিনি আরও জানান, গোটা জেলার সব বরফকল বন্ধ রাখা হলেও একটি সচল রাখা হয়েছে। চাষ ও কিছু স্থানীয় মাছের জন্য এটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আর মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহাকারী পরিচালক আজিজুল হক বলেন, ইলিশের ওপর নির্ভরশীল জেলেদের এসময় ২০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হবে। সকাল থেকেই বিভাগের আওতাধীন নদী ও বাজারগুলোতে নজরদারি রাখা হয়েছে। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে পাঁচ হাজার টাকা জরিমানা ও দুই বছর কারাদণ্ড দেওয়া হবে।

বরিশাল জেলায় ৪৩ হাজার ৬৪৪ জন এবং বিভাগে ২ লাখ ২৭ হাজার ৯৪৩ জন জেলেকে নিষেধাজ্ঞার এ সময়ে ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD