শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ স্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব শিশুদিবস পালিত হয়েছে।
সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে, ন্যাশনাল চিলড্রেন টাক্সফার্সের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল ইউনিসেফের আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক আহমেদ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।