বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউর ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ ঝুমন।
এর আগে, বুধবার (০২ অক্টোবর) রাতে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে ওয়াকিউরকে এবং হারুয়া এলাকার নিজ বাসা থেকে ঝুমনকে গ্রেফতার করে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, নাশকতা সৃষ্টির অশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে। পরে ১৫১ ধারায় মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: অক্টোবর ০৩, ২০১৯