বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২
বরিশাল বন্দরে বাড়তি প্রবেশ ফি, সুবিধা বাড়ানোর দাবি

বরিশাল বন্দরে বাড়তি প্রবেশ ফি, সুবিধা বাড়ানোর দাবি

Sharing is caring!

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল নদী বন্দরে সোমবার (০১ অক্টোবর) সকাল থেকে প্রতি যাত্রীর প্রবেশ ফি ৫ টাকার স্থলে ১০ টাকা করে আদায় করা হচ্ছে।

এতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলেও, তারা বন্দরে যাত্রীদের জন্য সার্বিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন।

বরিশাল থেকে মেহেন্দিগঞ্জগামী লঞ্চের যাত্রী শাহাজালাল বাংলানিউজকে বলেন, টার্মিনালে প্রবেশের ৫ টাকার টিকিট ১০ টাকা করা হয়েছে। যার পুরোটাই যাত্রীদের বহন করতে হবে। তাই যাত্রীদের কথা চিন্তা করে টার্মিনাল এলাকার সুযোগ-সুবিধা বাড়ানো উচিত। বরিশাল নদী বন্দরে গাড়ি পার্কিং এর জায়গা থাকলেও নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। তাই পল্টুনে হুর হুর করে সবাই মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে ইচ্ছে মতো। যাত্রীদের সরে যাওয়ার জন্য হর্ণ বাজাচ্ছে, মনে হচ্ছে পল্টুন না সড়ক দিয়ে মোটরসাইকেলগুলো যাচ্ছে। আর সড়কের মধ্যে লঞ্চের যাত্রীরা দাঁড়িয়ে আছে।

অপর যাত্রী শাম্মী আক্তার জানান, নদী বন্দরের টার্মিনালে পর্যাপ্ত বসার জায়গা থাকলেও সেগুলোর আশপাশে প্রতিনিয়ত হকাররা দখল করে রাখেন। ফলে যাত্রীরা সেখানে ইচ্ছে করলেই বসতে পারে না। আবার একতলা (অভ্যন্তরীণ) লঞ্চঘাটের আশপাশে কোন টয়লেট নেই, রয়েছে টার্মিনাল ভবনের নিচ তলায়। এ কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

তাদের দাবি টিকিটের ফি যেমন বাড়ানো হয়েছে, তেমনি যেন নদী বন্দরে সেবার মান ও যাত্রীদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এদিকে, বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, অর্থ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ অনুমোদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শুল্ক হার-২০০৯ এর সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত প্রবেশ ফি পাঁচ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা শুধুমাত্র বিআইডব্লিউটিএ-এর কর্মচারীরা যেসব বন্দরে প্রবেশ ফি উত্তোলন করে থাকেন সেসব বন্দরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। আর যেসব বন্দর ইজারা দেওয়া সেখানে পূর্বের পাঁচ টাকাই জনপ্রতি আদায় করবে। ইজারা দেওয়া বন্দরসমূহে ২০২০ সালের ১ জুলাই থেকে ৫ টাকা আদায়ের পরিবর্তে ১০ টাকা আদায়ের সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি জানান, অর্থ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ অনুমোদনের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ শুল্ক হার-২০০৯ এর সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত পাঁচ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আবার মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে কার্যকর হবে না।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, সারাদেশের ২১টি নৌবন্দরের মধ্যে ১২টি বন্দরে মঙ্গলবার থেকে প্রবেশ ফি যাত্রী প্রতি ১০ টাকা করে আদায় করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD