শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
জাতীয় কন্যা শিশুদিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন করেছে ক্ষুদে শিক্ষার্থীরা।
সোমবার বরিশাল ওয়াইডাব্লিউসিএ – এর আয়োজনে সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পুলিশ লাইন রোডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম।
অন্যানের মধ্যে বরিশাল ওয়াইডব্লিউসিএ’ র সভাপতি অঞ্জু রানী বৈদ্য, সাধারণ সম্পাদক এ্যাঞ্জেলা বাড়ৈ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ওয়াইডব্লিউসিএ’ র নার্সারী স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, হালিমা খাতুন বালিকা বিদ্যালয়, এস সি জি এস (চৈতন্য স্কুল) ও অক্সফোর্ড মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিবর্গ নারী ও শিশু ধর্ষন, শিশু নির্যাতন এবং শিশু পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।মানববন্ধনে শিক্ষার্থীরা নানা শ্লোগান সংবলিত প্লে কার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।