শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
বরিশাল জিলা স্কুলে বার্ষিক দোয়া মোনাজাত ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ꫰
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) নগরীর জিলা স্কুলের উদ্যোগে এ আলোচনা ও দোয়া মোনাজাত এবং পুরুষ্কার বিতরণীর আয়োজন করা হয়। স্কুলের ভবনে সকাল সাড়ে ১০টার সময় এ আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমার। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা, বিষেশ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,খতিব পাওয়া জামে মসজিদের আলহাজ্ব মাওলানা আব্দুল গফফার।
এসময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেন। স্কুলের ও শিক্ষার্থীদের জন্য নেক দোয়া ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন꫰ পরে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরনের মধ্যদিয়ে শেষ হয়।