বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি। বরিশালে বানারীপাড়ায় সরকারী ভাবে ইজারা-কৃত বালু উত্তোলনের প্রথম দিনে ইজারাদারদের উপর ইউপি চেয়ারম্যানের কর্তৃক হামলা অভিযোগ উঠেছে। জানাজায় গত ২০,৮,১৯ তারিখ বরিশাল জেলা প্রশাসন টেন্ডার আহবান করেন। এতে বানারীপাড়ায় সন্ধ্যা নদীর আটটি পয়েন্টে ভাগ করে প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব দিয়ে বালু উত্তোলনের অনুমতি পান মেসার্স মুসলিম ট্রেডার্স। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় দোয়া মোনাজাতের মাধ্যমে বালু উত্তোলনের শুভ উদ্বোধন করা হয়। মেসার্স মুসলিম ট্রেডার্স এর ম্যানেজার এস এম মনির জানান, সরকারকে ৮০ লাখ টাকা রাজস্ব দিয়ে বালু উত্তোলনের অনুমতি পেয়েছে মুসলিম ট্রেডার্স। গত ২১ আগস্ট ইলুহারের চেয়ারম্যান শহীদুল ইসলাম ও শরীফ উদ্দিন আট সপ্তাহে বালি উত্তোলনের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিটের করেন। ২৯ তারিখ সুপ্রিম কোর্টে রিট ভাঙ্গিয়ে ১৬ সেপ্টেম্বর ওয়ার্ক অর্ডার পায় মেসার্স মুসলিম ট্রেডার্স। ওয়ার্ক অর্ডার পেয়ে নদী নাব্যতা সংকট ও বালু শ্রমিকদের বেকার সমস্যা সমাধানে জন্য কাজ শুরু করে। বিকেল ৪টায় সৈয়দ কাঠি ইউপি চেয়ারম্যান মান্নান মৃধা ও পনির মেম্বারের নেতৃতে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী শ্রমিকদের উপরে হামলা চালায়। এসময় তারা বালু শ্রমিকদের মারধর করে বালু বিক্রয়র নগদ ২০ হাজার টাকা সহ ২টি মোবাইল সেট (যায় মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা) এবং বালু উত্তোলনের ড্রেজার সহ চার জন শ্রমিকে অপহরণ করে নিয়ে যায়। পরে বানারীপাড়া থানার ওসি তদন্ত জাফর আহমেদ ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা পরে বালু উত্তোলনের ড্রেজার এবং শ্রমিকদের উদ্ধার করে তবে নগদ টাকা ও মোবাইল দুটি পাওয়া যায়নি। মনির আরও বলেন একটি বিশেষ মহল বানারীপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করত। সরকারী ভাবে টেন্ডার দেয়ার কারণে তাদের অবৈধ ব্যবসা বন্ধ হয় গেছে। তারা এখন নদী ভাঙনের নামে বালু উত্তোলনের বিরোধিতা করছে। এদিকে ইজারাদার মেসার্স হাসান হোসেন এন্টারপ্রাইজের প্রো.মোঃ রুবেল হোসেন জানান নদী ভাঙনের যায়গায় কোন পয়েন্ট দেয়া হয়নি শুধু মাত্র নদীর নাব্যতা সংকট দূর করতে চরাঞ্চলে আটটি পয়েন্টে ভাগ করা হয়েছে যেখানে সরকারি খরচে নাব্যতা দূর না করে উল্টো রাজস্ব প্রদান করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। এব্যাপারে বানারীপাড়া থানার ওসি তদন্ত জাফর আহমেদ বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জীরা কাঠী নদীর ওপার থেকে একটি বল-গেট জাহাজ ও শ্রমিকদের উদ্ধার। চেয়ারম্যান মান্নান মৃধা ও পনির মেম্বারের জানান আমরা হামলার ঘটনা শুনেছি তবে আমাদের কোন লোক এই হামলার সাথে জড়িত নয় । মেসার্স মুসলিম ট্রেডার্সের প্রো. ফিরোজ আহমেদ জানান, হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় অভিযোগ দেয়া হয়েছে এবং অপহরণ মামলার প্রস্তুতি চলছে।