শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যৎ চায় বরিশালের শিশুরা। জলবায়ূ পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দেশের ন্যায্যতা আদায়ের (প্যারিস চুক্তি)র বাস্তবায়ন দাবীতে বিক্ষোভ করেছে বরিশালের প্রায় পাঁচ শতাধিক শিশু-কিশোর বিক্ষোভ করে।
শুক্রবার সকাল থেকে দুপুর প্রর্যন্ত বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভরত শিশুরা এর পূর্বে জলবায়ু পরির্বতনের বিরূপ প্রভাব মোকাবেলা ও উত্তরণে পথযাত্রা, মানববন্ধন, র্যালী, আলোচনা সভা, বিভিন্ন বিদ্যালয় অবস্থান, বর্জ্য প্লাস্টিক সংগ্রহ কর্মসূচীতে অংশ নেয়।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলা খুলনা, সাতক্ষীরা ও ভোলায় জলবায়ু পরিবর্তন ব্যাপকভাবে প্রভাব ফেলছে। ঘন ঘন দুর্যোগের সম্মুখীন হচ্ছে এই জেলাগুলো। এসব লোকালয়ের শিশুদের ঝুঁকি বড়দের চেয়ে বেশি। গরম ও অন্যান্য জলবায়ু সংক্রান্ত সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে এই কোমলমতি শিশুরা।
এর ফলে ডায়রিয়া ,পুষ্টিহীনতা, অন্যান্য প্রাণঘাতী রোগের ঝুঁকি, স্কুল গমন, জীবনরক্ষা, সামাজিক উন্নয়ন কাজে অংশগ্রহণ এবং শিশুর সুরক্ষা উন্নততর করার প্রচেষ্টা ব্যাহত হয়। এসব
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর সমন্বয়ে ফ্রাইডে ফর ফিউচার নামে’ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ (আন্তর্জাতিক জলবায়ু অবরোধ) কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করেন, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, ইউনিসেফ’র বরিশাল বিভাগীয় প্রধান এইচ তৌফিক আহমেদ, প্ল্যান ইন্টারন্যাশনালের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ রেজানুল হক, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারি শাকিলা ইসলাম, সমন্বয়কারি সোহানুর রহমান ।