শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪:
চেক দিয়ে প্রতারনার অভিযোগে করা মামলায় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীন সিকদারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার নগরীর ফকিরবাড়ী সড়কের বাসিন্দা নিজামুল ইসলাম নিজাম বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আনিছুর রহমান মামলাটি আমলে নিয়ে ওই আদেশ দেন। সমনপ্রাপ্ত শাহীন সিকদার নগরীর ব্রাউন কম্পাউন্ড সড়কের মৃত মোকছেদ সিকদারের ছেলে। আদালত সুত্র জানায়, শাহীন সিকদারের মের্সাস সিকদার কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে। তার এই ব্যবসার প্রয়োজনে নিজামের কাছে থেকে ফেরত শর্তে ৩ লাখ টাকা ধার নেয়। নির্ধারিত সময়ের শেষেও টাকা পরিশোধ না করায় ফেরত চাওয়ার এক পর্যায়ে গত ৫ জুলাই আড়াই লাখ টাকার চেক দেয় শাহীন সিকাদার। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর চেকটি ব্যাংকে জমা দেয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। ২৩ সেপ্টেম্বর আইনী নোটিশ দেয়ার পরও টাকা ফেরত না দেয়ায় গতকাল মামলা করলে বিচারক ওই আদেশ দেন।