বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় শহিদ শিকদার (৪২) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। শনিবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ আমতলী লঞ্চঘাট এলাকার কাদের শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূতে জানা যায়, আটোরিক্সাটি আমতলী থেকে কলাপাড়ায় আসতেছিল। এসময় কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৪৫৯৯) বেপড়োয়া গতিতে আমতলী বান্দ্রা বাজারের মোড় ঘুরতে গিয়ে অটোরিক্সাটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটো বাইকটি দুমড়ে মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অটো চালককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানায়, নিহতের লাশ এবং ঘাতক বাসটি আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে