শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
১৫ আগষ্টের জাতীয় শোক দিবসে প্রায় ৩ শত দুস্থ ও এতিম শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৫ আগষ্ট) বেলা ১১ টায় বরিশাল ক্লাবে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো ভিন্নধর্মী এ আয়োজন করা হয়। শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র, সরকারি শিশু পরিবার বালক-বালিকা, অপরাজেয় বাংলাদেশের দুস্থ ও এতিম শিশুরা এ চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহন করে। প্রতিযোগীতার শুরুতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এতিম শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি ঘুরে ঘুরে শিশুদের আকা ছবি পর্যবেক্ষন করেন। প্রতিযোগীতা শেষে বিজয়ী ও অংশগ্রহনকারীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরষ্কার তুলে দেন মেয়রপত্নী লিপি আব্দুল্লাহ। প্রতিযোগীতায় অংশগ্রহনকারীরা জানান, শুধুমাত্র দুস্থ ও এতিম শিশু-কিশোরদের নিয়ে এতো বড় আয়োজন এ প্রথম। যেখানে অংশগ্রহন করে তারা সকলেই উচ্চসিত। এদিকে নগর ভবন সূত্রে জানাগেছে, সিটি করপোরেশনের উদ্যোগে দিনব্যাপি নানান কর্মসূচির মধ্যে এবারে ভিন্নধর্মী এই চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। যেখানে ২ টি গ্রুপে রচনা প্রতিযোগীতা এবং ৩টি চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। আয়োজনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট, সনদ, পুরষ্কার হিসেবে বই ও অর্থ দেয়া হয়। তবে অংশগ্রহনকারী সকলের জন্য পুরষ্কার ও খাবারের আয়োজন করা হয়। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, প্রতিবার গোটা বরিশাল জুড়ে জাতীয় শোক দিবসে নানান আয়োজন থাকে। তবে আমার জানামতে এটাই প্রথম কোন প্রতিযোগীতা যেখানে দুস্থ ও এতিম শিশুদের অংশগ্রহনে করা হয়েছে। প্রতিযোগীরাও স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেছে, যাদের প্রত্যেকের জন্য মেয়রের উদ্যোগে পুরষ্কার ও খাবারের আয়োজন করা হয়।