রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
হিজলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল গাফফার তালুকদারের রূহের মাগফিরাতের জন্য দোয়া মুনাজাত শনিবার বাদ জোহর বড়জালিয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ৷
মাইয়েতের পরিবারের পক্ষ থেকে আয়োজিত দোয়া মুনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাবেক সাংসদ বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যাপক কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ ।
বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ । যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান ওয়ালি উদ্দিন সুমন ।
বরিশাল জেলা উত্তর কৃষক দলের আহবায়ক নলী মোঃ জামাল হোসেন । বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ ফুয়াদ দেওয়ান ।
বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান রিয়াজ । হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান মোঃ সালাহ উদ্দিন রিমন ।
বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন । বরিশাল উত্তর জেলা জাসাসের সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির । মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষাণচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী বাবলু ।
বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরুল আলম রাজু সহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ আয়োজিত মুনাজাতে অংশগ্রহণ করেন ।
এ সময় স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত , সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয় ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল । এর আগে আব্দুল গাফফার তালুকদারের কবর স্থানীয় নেতাকর্মী এবং তার ছেলেদের সাথে নিয়ে জিয়ারত করেন মেজবাহ উদ্দিন ফরহাদ ।