শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ সদরের পাতারহাট সংলগ্ন নদীতে আটকে পড়া ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি জামাল-৫ লঞ্চের যাত্রীদের বিকল্পভাবে গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকেল ৪ টার দিকে তাদের বিকল্প লঞ্চ এমভি চন্দ্রদীপের সাহায্যে বরিশালে পাঠানো হয়েছে। যেখান থেকে যাত্রীরা স্ব স্ব গন্তব্যে চলে যাবেন। ফলে ১৪ ঘন্টা পরে যাত্রীরা লঞ্চটি থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা করলো। তথ্যের সত্যতা নিশ্চিত করে এমভি জামাল-৫ লঞ্চের সুপারভাইজার মো: কাদের জানান, বিকল্প লঞ্চের মাধ্যমে যাত্রীদের বরিশালে পাঠানো হয়েছে। আর লঞ্চটি পাতারহাট সংলগ্ন নদীতেই রয়েছে। রাতে বড় জোয়ার হলে এটিকে ছাড়িয়ে নেয়া হবে। মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-ফাড়ির পুলিশের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক জানান, রোববার দিবাগত ১ টার দিকে লঞ্চটি ৫ শতাধিক যাত্রী নিয়ে পাতারহাট সংলগ্ন দেওয়ানবাড়ি এলাকার চরে আটকে যায়। এরপর জোয়ার হলেও সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে যাত্রীদের গন্তেব্যে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে