শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারকরণে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকালে কাশীপুর ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় ।
পবিত্র কালামুল্লাহ থেকে অংশ বিশেষ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয় । তিলাওয়াত করেন বরিশাল মডেল মাসজিদের সম্মানিত ইমাম মোঃ মনিরুল ইসলাম ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশালের উপ পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম ।
টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারের বিষয়ে আয়োজিত এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় প্রধান আলোচক হিসেবে বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত তুলে ধরে টাইফয়েড টীকা গ্রহণের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপস্থিত সকলকে আহবান জানান ।
ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অতিরিক্ত সচিব বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রায়হান কাওছার ।
ইসলামিক ফাউন্ডেশন ঢাকা প্রধান কার্যালয়ের উপ পরিচালক পার্সো প্রশাসন শাখা এ কে এম মুজাহিদুল ইসলাম , ইসলামিক ফাউন্ডেশন ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক ড. হাজেরা খাতুন , বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন , বরিশাল জেলার সিভিল সার্জন এস এম মঞ্জুর এ এলাহী এবং ইউনিসেফ বাংলাদেশের বরিশাল বিভাগীয় প্রতিনিধি মোহাঃ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বরিশাল মডেল মাসজিদের সম্মানিত ইমাম মোঃ মনিরুল ইসলাম ।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের অন্তর্গত ৬ টি জেলা বরিশাল , ঝালকাঠি , পিরোজপুর , বরগুনা , পটুয়াখালী এবং ভোলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপ পরিচালকবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মাসজিদের ইমামবৃন্দ অংশগ্রহণ করেন ।