সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষা বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় কলেজের নিজস্ব ভবনে এই আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন, আহবায়ক ভর্তি কমিটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান খান।
এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাসটি।সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো দেড় হাজার নবীন শিক্ষার্থীকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস।
কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠে হাসি- আনন্দ- আড্ডা আর উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।এছাড়া শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
নবীন বরন অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, বরিশাল বিভাগে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান।
এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে।যা বিগত দিনে আমরা দেখেছি।
তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। আলোচনা পর্ব শেষে প্রত্যেক বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পরিচিতি পর্ব ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।