রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
স্বাস্থ্যখাতের অনিয়মের প্রতিবাদে তিন দফা বাস্তবায়নে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বরিশালে আন্দোলনরত ছাত্র জনতা।
স্বাস্থ্যসেবার অবস্থাপনার প্রতিবাদে বরিশালে ১৪ দিনের মত ব্লকেড কর্মসূচি হয় কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়।
সড়ক অবরোধ সময়ে সেনাবাহিনীর সাথে ধস্তাধস্তিতে আহত হন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যখাতের অনিয়ম, অব্যবস্থাপনার প্রতিবাদে ৩ দফা দাবী নিয়ে এই আন্দোলন।
রোববার ১৪ দিনের মত হয় কর্মসূচি শুরু হয়সকাল ১১ টায়। যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পরেন চলাচলকারীরা।
তবে বরিশাল বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যেসেবা কেন্দ্র শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবব্যস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ সবার কন্ঠে।
বিকেলে, কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, সিনিয়র নায়েবে আমীর, ইসলামি আন্দোলন বাংলাদেশ।
বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। দাবী পূরণ না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পরার হুশিয়ারী দেয়া হয়।
মহিউদ্দিন রনি, আন্দোলনের সংগঠক, বরিশাল।
সাড়ে ৫ ঘন্টার পর, বিকেল সাড়ে ৪টায় যান চলাচল স্বাভাবিক হয় নতুল্লাবাদ থেকে।