শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয় বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে
পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

অর্থের অভাবে যে সকল দুঃস্থ ও দরিদ্র প্রবীণরা প্রয়োজনীয় চিকিৎসা পাননা তাদের জন্য প্রতি দুই মাস পর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা  কর্মসূচির পালন করে আসছে বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। তারই ধারাবাহিকতায় শনিবার(২১জুন) সকাল ৯ টায় কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ মিলনাতনে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর কারিগরি সহযোগীতায় এ  চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময উপস্থিত ছিলেন পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শুভ্রা চক্রবর্তী কল্যাণী, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বরিশালের ক্যাম্প অর্গানাইজার মো. সোহেল হোসেন।

চিকিৎসা সেবা প্রদান করেন, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বরিশাল এর চিকিৎসক ডা. রাগিব। চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম চলে দুপুর দুইটা পর্যন্ত।

বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার মো. সোহেল হোসেন বলেন, আজ শতাধিক অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়াও ২০ জন রোগীকে অপারেশনের জন্য বিনামূল্যে আমাদের গাড়িতে করে বরিশাল নিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, আধুনিক সুযোগ-সুবিধা সহ চক্ষুসেবা সরাসরি সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ চক্ষু ক্যাম্পে আমরা বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি।

পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু বলেন, অসহায়, দুঃস্থদের চোখের ছানি অপারেশন, ওষুধ ও চশমা প্রয়োজন, কিন্তু এসব চিকিৎসা ব্যবস্থার যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২১.০৬.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD