সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্দোগে মহান স্বাধীনতা দিবসে জাতীর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। ২৬ মার্চ বুধবার সকাল ১১টায় কলাপাড়া অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রবিউল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমূখ।
পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। এবং তাদের হাতে ঈদ উপহার সহ ইফতার সামগ্রী তুলে দেন ইউএনও। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল ও ইভান মাতুব্বর।
এর আগে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরুতে ইউএনও মো. রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করা হয়। আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, আকাশে পায়রা ও বেলুন উড়ানো হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভা এলাকায়ও দিবসটি উদযাপন করা হয়।
মোয়াজ্জেম হোসেন
২৬-০৩-২৫
কলাপাড়া, পটুয়াখালী।