মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপমা ফারিসা। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিসহ সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক বৃন্দরা।
শুরুতে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিমূলক সভার উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
পরে অংশগ্রহনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল ২০২৪ থেকে সারাদেশে একযোগে শুরু হবে।
বরিশাল জেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৬৭টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ১৭টি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র ১১টি মোট ৯৫টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এদের মধ্যে ছাত্র সংখ্যা ১৯১১০ জন, ছাত্রী সংখ্যা ১৬৪৩৫ জন, মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫৫৪৫ জন।