শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ নির্মিত হবে সোনার বাংলাদেশ’ এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে পটুয়াখালীর বাউফলে কৃষকদের নিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন য মানববন্ধন করেছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ও সিসি ব্লকের কাজ করতে গিয়ে পরিবহনের সুবিধার্থে ঠিকাদার ধূলিয়া খালের মীরা বাড়ীর দক্ষিণ পার্শ্বে বালি ভরাট করে বাধঁ দেয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও জেলে পরিবার।
দীর্ঘ দুই বছর ধরে ভোগান্তি পরেও প্রতিকার না পেয়ে খালের বাধঁ অপসারণের দাবিতে আজ শুক্রবার বেলা ১০ টায় ধূলিয়া খালের অভিমুখে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভূক্তভোগী কৃষক ও জেলে পরিবারসহ স্থানীয়রা।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় যুবক মোঃ নাসির উদ্দীন, মোঃ নজরুল ইসলাম, মোঃ বাচ্চু প্রমুখ। বক্তারা বলেন, ধূলিয়া খালটি একসময় এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দখল ও দূষণের কারণে এটি এখন মৃতপ্রায়।
নদীর তীর রক্ষার নির্মাণ কাজ করার জন্য ঠিকাদার খালটির মুখে বাধঁ দিয়ে আটকে দেয়। ফলে বর্ষাকালে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে কৃষি কর্মকান্ড। জেলেরা তাদের নৌকা খালে ভিতরে রাখতে পারছেনা।
নদীতে রাখার কারণে প্রায়ই চুরি হচ্ছে তাদের একমাত্র সম্বল নৌকা। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে জেলেরা। তাই কৃষি রক্ষায় খালে পানিপ্রবাহ স্বাভাবিক করার জন্য খালের বাধঁ অপসারণে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
তারিখ-১৪/০৩/২৫ইং
মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি