শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
মেহেন্দীগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেহেন্দীগঞ্জ উপজেলা এবং পৌরশাখা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য বরিশাল ৪ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ ।
মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন , বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ , মেহেন্দীগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন সহ উত্তর জেলা বিএনপির সদস্যবৃন্দ ।
বরিশাল জেলা উত্তর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ।
আড়ম্বরপূর্ণ এই আয়োজন সফল করতে বিকেল থেকেই নেতৃবৃন্দ মিছিল সহকারে উপস্থিত হন । ছাত্রদল যুবদল কৃষকদল তাঁতীদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রথম পর্যায়ে বক্তব্য উপস্থাপন করেন ।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন , বিএনপি গণমানুষের দল । দলের নাম বিক্রি করে চাঁদাবাজি দখলবাজি করে মেহেন্দীগঞ্জ উপজেলায় কেউ রাজনীতি করার চেষ্টা করলে তাকে সম্মিলিত ভাবে প্রতিহত করা হবে ।
লঞ্চঘাট মাছঘাট সহ বিভিন্ন বাজার দখল করে ৫ই আগস্টের পরে ব্যাপকভাবে চাঁদাবাজি করা হয়েছে । সেই টাকায় ইফতার মাহফিলের আয়োজন করে ঐতিহ্যবাহী বিএনপির নামে কলংক লেপন করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ব্যস্ত একটি স্বার্থান্বেষী মহল ।
বিএনপির শত্রু এই সব লোকজন । ইফতার পূর্ব বিশেষ মুনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাস্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত , সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।