বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ ঘটিকায় বরিশাল নগরীর মেজর এম.এ. জলিল সড়ক বটতলায় অবস্হিত ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ তাজুল ইসলাম অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল।
এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, প্রতিষ্ঠাতা ও পরিচালক। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে অংশ নেয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয় পুরো প্রতিষ্ঠান জুড়ে।