শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
পারভেজ, প্রতিনিধি বরিশালঃ
গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় বিষয়ে উপজেলা পর্যায়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় উজিরপুর নির্বাহী অফিসারের হলরুমে।
১১ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এই আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপত্বি করেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃআলী সুজা, সভা সঞ্চালনা করেন গ্রাম আদালতের উজিরপুর উপজেলা সমন্বয়কারী আফরোজা আক্তার শিউলি।
গ্রাম আদালতের মামলা সন্তোষজনকভাবে গ্রহণ ও নিষ্পত্তি করায় উপজেলা পর্যায় প্রথম স্থান অধিকার করেন ০৯ নং গুঠিয়া মডেল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর কে,এম মোহাইমিনুল ইসলাম শুভ, দ্বিতীয় শোলক ইউনিয়নে ফাতেমা খানম এবং তৃতীয় বামড়াইল ইউনিয়নে সরোয়ার হোসেন ।
উক্ত সম্মাননা স্মারক তুলে দেন নির্বাহী অফিসার জনাব মোঃ আলী সুজা।এ সময় উজিরপুর উপজেলা সকল ইউনিয়ন পরিষদ এর হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মুহাইমিনুল ইসলাম শুভ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।তিনি বরিশালের অন্যতম লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা কালীন সদস্য এবং নিয়মিত এ নেগেটিভ রক্তদাতা।তার এই অর্জনে সাধুবাদ জানিয়েছে প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার।